সময় সংবাদ ডেস্ক//
খুলনা নগরীর খানজাহান আলী থানাধীন আওয়ামী লীগ কার্যালয়ে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত না হলেও কার্যালয়ের আসবাবপত্রের ক্ষতিগ্রস্ত হয়েছে।
এছাড়া যশোর শহরের আশ্রম রোডে ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের আঞ্চলিক অফিসে বোমা হামলা ও গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। সোমবার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।
খুলনায় বোমা বিস্ফোরণ সম্পর্কে খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, সোমবার সন্ধ্যায় অপরিচিত এক যুবক (৩০) একটি বাজারের ব্যাগ নিয়ে আওয়ামী লীগ কার্যালয়ে আসে। এ সময় কার্যালয়ে থাকা ছাত্রলীগ কর্মী সুমনকে বাথরুমে যাওয়ার কথা বলে ব্যাগটি রেখে যায়। রেখে যাওয়ার ১০মিনিট পর ব্যাগে রাখা বোমা বিকট শব্দে বিস্ফোরিত হয়। সুমন কার্যালয়ের এক কোণা থেকে লাফ দিয়ে বেরিয়ে যান।
বিস্ফোরণের পর পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শনে আসেন। তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে পুলিশ জানায়।
যশোরে বোমা হামলার বিষয়ে কোতয়ালি থানার ওসি (অপারেশনস) শেখ তাসমিম আলম জানান, যুবলীগের একটি অফিসে বোমা হামলার ঘটনা ঘটেছে। আমরা পাশের কমিউনিটি পুলিশিং ফোরামের অফিস থেকে ভিডিও ফুটেজ সংগ্রহ করে অপরাধী সনাক্ত করার চেষ্টা করছি। হামলাকারীদের আটকের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।
পুলিশ ঘটনাস্থল থেকে বিস্ফোরিত বোমার স্প্লিন্টার ও গুলির খোসা জব্দ করেছে। হামলার সময় ওয়ার্ড যুবলীগের আহবায়ক কামাল হোসেন তুহিন তার বন্ধুদের সাথে ওই অফিসে বসে ছিলেন।