ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ও বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবীতে জেলা যুবদলের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
রবিবার বিকেল সাড়ে ৪টায় ফরিদপুর শহরের হাইস্কুল মার্কেটে জেলা যুবদলের সভাপতি মোঃ রাজিব হোসেনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ফরিদপুর জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক সৈয়দ মোদারেস আলী ইছা।
এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হামিদুল হক ঝন্টু, জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, জেলা যুবদলের সাবেক সভাপতি আফজাল হোসেন খানঁ পলাশ, মোঃ আশরাফ হোসেন, দেলোয়ার হোসেন দিলা, ছত্তার জোয়াদার, কে এম জাফরসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তাগন কারাবন্দি পাটির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবী করা হয়। অন্যথায় দূর্বার আন্দোলনের মাধ্যমে তাকে মুক্ত করা হবে হুশিয়ারী উচ্চারন করেন।
অপরদিকে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিকেলে শহরের ময়েজ মঞ্জিলের সামনে থেকে মহানগর ও কোতয়ালী যুবদলের উদ্যোগে একটি র্যালী বের হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে সদর হাসপাতালের সামনে গিয়ে শেষ হয়। পরে মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।
সেখানে সংক্ষিপ্ত এক সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক নায়াবা ইউসুফ। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ সভাপতি এএফএম কাইয়ুম জঙ্গী, এবি সিদ্দিক মিতুল, মোঃ মিনাল, গোলাম মোস্তফা মিরাজ, রঞ্জন চৌধুরী, এমদাদ হোসেন, আরিফুজ্জামান অপু, আলী রেজওয়ান বিশ্বাস তরুন, মোঃ কাইয়ুম মোল্যা, সৈয়দ আদনান হোসেন অনু, তানজিমুল হাসান কায়েস, শাহরিয়ার শিথিল, বিএম নাহিদুল ইসলাম, রাকিব হোসেনসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।
সভা থেকে সাবেক প্রধানমন্ত্রী নেগম খালেদা জিয়ার মুক্তি কামনা করা হয়। সভা শেষে পুনরায় একটি মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ বাঁধা প্রদান করে।