আবু মুসা নাটোর প্রতিনিধিঃ
নাটােরের বড়াইগ্রামে আদালতের আদেশ অমান্য করে কৃষক আব্দুল মজিদের নালিশী বসতভিটার গাছ কেটে জােরপূর্বক রাস্তা তৈরীর অভিযােগ উঠেছে প্রতিপক্ষ সায়েম উদ্দিন ও তার সঙ্গীদের বিরুদ্ধে। আব্দুল মজিদ ও সায়েম উদ্দিন উপজেলার বড়াইগ্রাম ইউনিয়নের মাহমুদপুর গ্রামের বাসিন্দা ও পরষ্পর প্রতিবেশী। গতকাল রােববার সররজমিনে গিয়ে দেখা যায়, উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। তাদের মধ্যে চলছে তর্ক-বিতর্ক ও বাক-বিতন্ডা। তারমধ্যেই সায়েম উদ্দিনর লােকজন আব্দুল মজিদের নালিশী বসতভিটার গাছ কেটে নির্মান করছে রাস্তা। প্রতিপক্ষগণ গাছ কেটে, ঘর-বাড়ি ভাংচুর করে রাস্তা নির্মান করতে পারে ও খুন জখমের মতাে ঘটনা ঘটাতে পারে এ আশঙ্কায় নাটাের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত গত ৭ অক্টােবর মামলা দায়ের করেন আব্দুল মজিদ। মামলাটি নিস্পত্তি না হওয়া পর্যন্ত মাহমুদপুর মৌজার নালিশী হাল ১২৬,১২৮ ও ১২৯ দাগ ফৌজদারী কার্যবিধির ১৪৪ ধারা আরােপ করেন বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট। যাহা ১৫ অক্টােবর এলাকায় নােটিশাকারে জারি করেন বড়াইগ্রাম থানার এএসআই মাে.মমিনুল ইসলাম। এসব ঘটনায় কিছুদিন আগে থেকেই গ্রামে বিরাজ করেছিল এক উত্তোজনােকর পরিবেশ। এরইমধ্যে রবিবার আদালতের আদেশ অমান্য করে সায়েম উদ্দিনের লােকজন রাস্তা তৈরী শুরু করলে উত্তজোনা বৃদ্ধি পায় উভয় পক্ষের মধ্যে।
এ বিষয় উপজেলা নির্বাহী অফিসার মাে.আনােয়ার পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে শান্তিশৃঙ্খলা রক্ষার্থে বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাে.হারুন উর রশিদকে বিষয়টি দেখার জন্য বলেছি ও বড়াইগ্রাম ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আবুল কালাম আজাদকে ঘটনাস্থলে প্রেরন করেছি। পরিস্থিতি এখন শান্ত ও নিয়ন্তনে রয়েছে