তেল ছড়িয়ে কর্ণফুলী দূষণ: জাহাজ মালিককে তিন কোটি টাকা জরিমানা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, অক্টোবর ২৭, ২০১৯

তেল ছড়িয়ে কর্ণফুলী দূষণ: জাহাজ মালিককে তিন কোটি টাকা জরিমানা

সময় সংবাদ ডেস্ক//
কর্ণফুলী নদীর বন্দরের ডলফিন জেটি সংলগ্ন এলাকায় একটি জাহাজের সঙ্গে ধাক্কা লেগে একটি অয়েল ট্যাংকার ফুটো হয়ে জ্বালানি তেল নদী ও খালে ছড়িয়ে পড়ার ঘটনায় অয়েল ট্যাংকার মালিককে তিন কোটি টাকা জরিমানা করা হয়েছে।

নিঃসরণ তেলের কারণে কর্ণফুলী নদীর পানি দূষণ হওয়ায় রবিবার পরিবেশ অধিদপ্তর এই জরিমানা করে।

এর আগে গত শুক্রবার ভোরে ট্যাংকারটি ফুটো হয়ে প্রায় ১০ টন ডিজেল নদীতে ছড়িয়ে পড়ে। শনিবার ভোর থেকে বন্দর কর্তৃপক্ষ নদী থেকে পানি মিশ্রিত এ তেল সংগ্রহ শুরু করেছে।

বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক বলেন, ‘দেশ-১’ নামের তেলবাহী জাহাজটি অবস্থান পরিবর্তনের সময় অপর জাহাজের সঙ্গে ধাক্কা লাগে। এতে ‘দেশ-১’ ফুটো হয়ে তা থেকে তেল ছড়িয়ে পড়ে। ঐ ট্যাংকারে ১২০০ টন ডিজেল ছিল। পদ্মা জেটি থেকে তেল নিয়ে সেটি খুলনা যাওয়ার কথা ছিল। দুর্ঘটনার পর তার বেশির ভাগ তেল নদীতে পড়ে যায়। এ পর্যন্ত নদী থেকে প্রায় ৮০ শতাংশ তেল উত্তোলন করা হয়েছে। জাহাজ দুটি আটক করা হয়েছে। কোস্ট গার্ড তাদের বিষয়ে আইনগত ব্যবস্থা নেবে।

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সংযুক্ত দাশগুপ্তা জানান, নদীতে তেল ছড়ানোর প্রমাণ পাওয়া গেছে। ছবিসহ বিভিন্ন তথ্য-প্রমাণ সংগ্রহ করা হয়েছে। পরিবেশ দূষণের আলামত পেয়েছি। দুর্ঘটনাকবলিত জাহাজ দুটির মালিকপক্ষকে নোটিশ দেওয়া হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here