ফরিদপুরের সদরপুরে মা ইলিশ ধরার অপরাধে ৬৭ জেলে আটক - সময় সংবাদ | Popular Bangla News Portal

শিরোনাম

Tuesday, October 15, 2019

ফরিদপুরের সদরপুরে মা ইলিশ ধরার অপরাধে ৬৭ জেলে আটক


ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের সদরপুর উপজেলার পদ্মা আড়িয়াল খাঁ নদী থেকে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার অপরাধে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৬৭ জেলেকে আটক করে। রাত থেকে ভোর পর্যন্ত সদরপুর উপজেলার পদ্মা আড়িয়াল খাঁ নদী থেকে তাদের আটক করে
ভ্রাম্যমান আদালত। আটককৃতদের মধ্যে একজনকে মৎস রক্ষা ও সংরক্ষন আইন ১৯৫০(৫) ধারায় ১ বছরের বিনাশ্রম কারাদন্ড দেয় ভ্রাম্যমান আদালত। ৫৮ জনকে একমাস করে কারাদন্ড দেয়া হয়। বাকি ৮জন কিশোরকে দুই হাজার টাকা জরিমানা ও পরিবারের কাছ  থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয় বলে জানান ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সজল চন্দ্র শীল। 


এময় উপস্থিত ছিলেন জেলা মৎস কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম, উপজেলা মৎস অফিসার বাপ্পি কুমার দাশ।
এ অভিযানে প্রায় ৭০ হাজার মিটার কারেন্ট জাল ও ৫০ কেজি মা ইলিশ জব্দ করা হয়। কারেন্ট জালগুলো নদী তীরে পুড়িয়ে ফেলা হয় ও জব্দকৃত মাছ উপজেলার বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরন করা হয়েছে।

No comments: