ট্রাকের ধাক্কায় নবদম্পতির মৃত্যু - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, অক্টোবর ২০, ২০১৯

ট্রাকের ধাক্কায় নবদম্পতির মৃত্যু

সময় সংবাদ ডেস্ক//
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ট্রাকের ধাক্কায় অটোরিকশায় থাকা নবদম্পতি নিহত হয়েছেন।শনিবার রাতে উপজেলার লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের পারুলিয়া ঘুণ্টির বাজারের বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার দক্ষিণ সিন্দুর্নার মোশার চৌপুতি এলাকার আবদুস সোবহানের ছেলে গোলাম মোস্তফা (৩২) ও তার স্ত্রী রাহিলা বেগম (১৯)।

হাতীবান্ধা ফায়ার সার্ভিসের ইনচার্জ নুর আলম সিদ্দিকি জানান, বাবার বাড়ি পশ্চিম বিছনদৈ এলাকায় দাওয়াত খেয়ে অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন গোলাম মোস্তফা ও তার নববধূ রাহিলা বেগম।

পথে ঘুণ্টিবাজারের বটতলা এলাকায় একটি ট্রাক তাদের অটোরিকশায় ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

নিহতদের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here