![]() |
বোয়ালমারীতে শ্লীলতাহানির বিচার না পেলে পরিবারসহ আত্মহত্যার হুমকি |
আব্দুল্লাহ আল মামুন রনী, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের বোয়ালমারীতে এক চা বিক্রেতার স্ত্রী শ্লীলতাহানির শিকার হয়েছেন বলে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী পরিবার। অভিযোগে বলা হয়েছে, চাঁদা না পেয়ে স্থানীয় কয়েক যুবক এ ঘটনা ঘটিয়েছে।
ঘটনাটি ঘটেছে ২৪ জুলাই রাত দেড়টার দিকে, বোয়ালমারী উপজেলার রূপাপাত ইউনিয়নের পূর্ব মোড়া গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের জগেশ বিশ্বাসের ছেলে জয়ন্ত বিশ্বাস ও তার স্ত্রী মিলে বাড়ির পাশে একটি চা ও মুদি দোকান পরিচালনা করেন। বেশ কিছুদিন ধরে কিছু উচ্ছৃঙ্খল যুবক তাদের দোকানে আড্ডার নামে নানা অশালীন প্রস্তাব দিয়ে আসছিল। জয়ন্ত বিশ্বাস দোকানে না থাকার সময় তার স্ত্রীকে একাধিকবার কুপ্রস্তাব দেওয়া হয়। এতে রাজি না হওয়ায় যুবকরা ক্ষিপ্ত হয়ে ওঠে।
অভিযোগ অনুযায়ী, তেতুলিয়া গ্রামের হোচেন শিকদারের ছেলে রেজাউল শিকদার, কদমী গ্রামের পলাশ মোল্যা, আবু সাঈদ মোল্যা, মিরাজুল মৃধা ও হাবিব মোল্যা নামের কয়েকজন যুবক ঘটনার দিন রাতে বসতঘরের বাইরে ইট-পাটকেল ছুঁড়ে মারতে থাকে এবং পরে ঘরে ঢুকে জয়ন্ত বিশ্বাসকে মারধর করে হাত-পা বাঁধার চেষ্টা করে। একই সময়ে তার স্ত্রীকে টেনে-হিঁচড়ে বাইরে নিয়ে গিয়ে শ্লীলতাহানির চেষ্টা চালানো হয়।
ভুক্তভোগী গৃহবধূ বলেন, "আমি আমার স্বামীকে বাঁচাতে গেলে তারা আমাকে জোর করে টেনে নিয়ে যায় এবং শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেয়। আমার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে তারা আমাদের ঘরে তালা মেরে দিয়ে পালিয়ে যায়। পরে তারা বলে, ৫০ হাজার টাকা দিলে তালা খোলা হবে।"
জয়ন্ত বিশ্বাস বলেন, "তারা দীর্ঘদিন ধরে চাঁদা দাবি করে আসছে এবং আমার স্ত্রীকে নিয়ে কুনজর রাখছিল। আমি থানায় লিখিত অভিযোগ দিয়েছি। যদি সঠিক বিচার না পাই, তাহলে আমি পরিবারসহ আত্মহত্যা করতে বাধ্য হবো।"
এ বিষয়ে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, “আমরা লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”