সালথায় বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউ এর প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, জুলাই ১৭, ২০২৫

সালথায় বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউ এর প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত

 

সালথায় বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউ এর প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত
সালথায় বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউ এর প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত

শরিফুল হাসান,সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (বিজেআরআই) উদ্ভাবিত উচ্চ ফলনশীল বিজেআরআই তোষা পাট ৯ জাতের উৎপাদন প্রযুক্তি জনপ্রিয়করণ ও কৃষকদের উদ্বুদ্ধকরনের লক্ষ্যে ফরিদপুরের সালথা উপজেলায় মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার দুপুরে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজেআরআই-এর মহাপরিচালক ড. নার্গীস আক্তার।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজেআরআই-এর খামার ব্যবস্হাপনা বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. রনজিৎ কুমার ঘোষ।


বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ড. এন আই ভূইয়া, সদস্য ইনস্টিটিউট বহির্ভূত বিশেষজ্ঞ প্যানেল এবং সাবেক মহাপরিচালক বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট।


প্রফেসর ড. আব্দুল হামিদ, সদস্য, ইনস্টিটিউট বহির্ভূত বিশেষজ্ঞ প্যানেল এবং প্রফেসর (অবসরপ্রাপ্ত) গাজীপুর কৃষি শ্ববিদ্যালয়,সালনা,গাজীপুর।

ড. মোঃ ইয়ারউদ্দিন সরকার,পরিচালক (প্রশাসন ও অর্থ), বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট। মোঃ শাহাদুজ্জামান উপ-পরিচালক, কৃষি ম্প্রসারণ অধিদপ্তর, ফরিদপুর। ড. মোঃ মজিবর রহমান,প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট, আঞ্চলিক কেন্দ্র, ফরিদপুর। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার সুদর্শন শিকদারকৃষি উদ্যোক্তা মুক্তার মোল্যা।


কর্মসূচিতে সালথা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত শতাধিক পাট চাষী অংশ নেন। তারা উচ্চ ফলনশীল তোষা পাট-৯ জাত সম্পর্কে বিস্তারিত জানার সুযোগ পান এবং এর প্রতি গভীর আগ্রহ প্রকাশ করেন। উপস্থিত কৃষকদের মধ্যে অনেকেই ইতিমধ্যে এই জাতের পাট চাষ করেছেন এবং এর উৎপাদন ফলাফল দেখে বিস্মিত হয়েছেন। তারা দেশব্যাপী এই জাতের চাষ সম্প্রসারণের জন্য মাঠপর্যায়ে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।


প্রধান অতিথির বক্তব্যে ড. নার্গীস আক্তার বলেন, "বিজেআরআই তোষা পাট-৯ জাত উচ্চ ফলনশীল এবং এর গুণগত মান অত্যন্ত উৎকৃষ্ট। আমরা কৃষকদের পাশে থেকে এই জাতের চাষ সম্প্রসারণে সকল ধরনের সহযোগিতা প্রদানের প্রত্যয় ব্যক্ত করছি।” তিনি কৃষকদের উৎসাহিত করতে এই জাতের বৈশিষ্ট্য তুলে ধরেন এবং তাদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন।


এই কর্মসূচি কৃষকদের মাঝে তোষা পাট-৯ জাতের সম্ভাবনা তুলে ধরার পাশাপাশি পাট চাষে আধুনিক প্রযুক্তি প্রয়োগে উৎসাহিত করেছে।



Post Top Ad

Responsive Ads Here