![]() |
সালথায় দখল করা জমি লিখে না দেওয়ায় কৃষকের পাট কেটে নেওয়ার অভিযোগ |
ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় দখল করা বাড়ির জমি লিখে না দেওয়ায় মো. আকমাল শেখ (৬৫) নামে এক কৃষকের ক্ষেতের পাট কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে তার চাচাতো ভাইদের বিরুদ্ধে।
আজ শনিবার (১৯ জুলাই) সকালে উপজেলার রামকান্তুপুর ইউনিয়নের শৌলডুবি গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী আকমাল শেখ।
ভুক্তভোগী আকমাল শেখ বলেন, জমিজমা নিয়ে আমার চাচাতো ভাই মাসুদ শেখ ও আফজাল শেখের সাথে আমার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। তারা স্থানীয়ভাবে প্রভাবশালী। আর আমার ছেলেরা বাড়িতে থাকে না। আমি একাই বাড়িতে থাকি। গত কয়েক বছর আগে মাসুদ শেখ ৩৬ নম্বর শৌলডুবি মৌজার আমার ৪ শতাংশ জমি দখল করে বাড়ি নির্মাণ করেন। এরপর ওই ৪ শতাংশ জমি লিখে দেওয়ার জন্য নানাভাবে আমাকে চাপ সৃষ্টি করতে থাকে।
তিনি আরো বলেন, আমি ওই জমি লিখে দিতে রাজি না হওয়ায় গত শুক্রবার (১৮ জুলাই) বিকেলে ও শনিবার (১৯ জুলাই) সকালে জোরপূর্বক আমার ৬ কাঠা জমির পাট কেটে নিয়ে যায়। এ ঘটনায় আমি থানায় লিখিত অভিযোগ দেওয়ার পরে চাচাতো ভাইয়েরা আমাকে হত্যার হুমকি ও ভয়ভীতি দেখাচ্ছে। আমি এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি এর সুষ্ঠু বিচার চাই।
পাট কেটে নেওয়ার বিষয়টি স্বীকার করে মো. মাসুদ শেখ বলেন, গত ২০ বছর আগে আকমাল শেখের কাছ থেকে ৪ শতাংশ জমি ক্রয় করে আমি বাড়ি করেছি। কিন্তু আকমাল শেখে এখন পর্যন্ত ওই বাড়ির জমি আমাকে দলিল করে দেয়নি। তাই বাধ্য হয়ে তার জমির পাট কেটে নিয়েছি। যাতে আকমাল আমাকে বাড়ির জমিটা লিখে দেয়। তাকে চাপে ফেলতেই পাট কেটে নেওয়া হয়েছে।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।