ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহ পুলিশ সুপার মো: হাসানুজ্জামান পিপিএম গোপন সংবাদের ভিত্তিতে ফেনসিডিলের খবর পান। তিনি মহেশপুরের দত্তনগর পুলিশ ক্যাম্পের এএসআই (নিঃ) মোঃ হুমায়ুব কবির ও এএসআই (নিঃ) মোঃ তারিকুল ইসলামকে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযানে পাঠান। অভিযানে দত্তনগর পুলিশ ক্যাম্পের সামনে চৌরাস্তার মোড় থেকে ১৯৮ বোতল ভারতীয় ফেনসিডিল ও একটি পাখি ভ্যান সহ ১। মোঃ আব্দুর রহমান ওরফে রাব্বি খান (৩০), ২। মোঃ জনি মোল্লা (২৩) ও আমিনুর রহমানকে (৪২) আটক করে। আটককৃতরা আব্দুর রহমান চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার লক্ষীপুর গ্রামের রুহুল আমিনের ছেলে, জনি মোল্লা একই উপজেলার গোয়ালপাড়া গ্রামের আফজাল মোল্লার ছেলে ও আমিনুর রহমান আশলতাপাড়ার আনছার আলীর ছেলে।