মেহের আমজাদ,মেহেরপুর//
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর -১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন ৩ দিনের সরকারী সফরে আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) মেহেরপুর আসছেন ।
এই ৩ দিনে তিনি বিভিন্ন সরকারি ও বেসরকারি অনুষ্ঠানে যোগদান করবেন বলে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর একান্ত সচিব মোঃ রেজাউল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে জানা যায়। ৩১ অক্টোবর তিনি সকাল ৬.৩০ মিনিটে ঢাকাস্থ সরকারি বাসভবন থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের উদ্দেশ্যে রওনা হবেন। ৮.৪০ মিনিটে যশোর বিমান বন্দর থেকে সড়ক পথে ঝিনাইদহ হয়ে মেহেরপুর আসবেন । ঐ দিন বিকাল ৪ টায় তিনি মেহেরপুরে কালেক্টরেট অভ্যন্তরে জেলা ত্রাণ গুদাম ও দুর্যোগ ব্যবস্থাপনা তথ্য কেন্দ্র নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে যোগদান করবেন।পরদিন ১ নভেম্বর শুক্রবার সকাল সাড়ে ৯ টায় মেহেরপুর জেলা যুব উন্নয়ন কার্যালয়ে জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা যুব উন্নয়ন কার্যালয় কর্তৃক আয়োজিত র্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে যোগদান করবেন। ২ নভেম্বর শনিবার সকাল সাড়ে ৯ টায় শিল্পকলা একাডেমী প্রঙ্গণে জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন ও সমবায় কার্যালয় কর্তৃক আয়োজিত র্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে যোগদান করবেন। ঐ দিন দুপুর ১২ টায় মেহেরপুর সদর উপজেলার বিভিন্ন উন্নয়ন মূলক কাজ পরিদর্শন করে বিকাল সাড়ে ৪ টায় ঢাকায় উদ্দেশে মেহেরপুর ত্যাগ করবেন।