শপথ নিলেন শিল্পী সমিতির নির্বাচিতরা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, অক্টোবর ৩০, ২০১৯

শপথ নিলেন শিল্পী সমিতির নির্বাচিতরা

সময় সংবাদ ডেস্ক//
শপথগ্রহণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দায়িত্ব নিলেন নবনির্বাচিতরা। বিএফডিসির জহির রায়হান ভিআইপি প্রজেকশনে বুধবার দুপুর ১২টায় শপথের মাধ্যমে তারা দায়িত্ব বুঝে নেন।

প্রথমে প্রধান নির্বাচন কমিশনার ইলিয়াস কাঞ্চন শপথবাক্য পাঠ করান সভাপতি মিশা সওদাগরকে। এরপর নির্বাচিত সম্পাদকীয় ও নির্বাহী সদস্যদের শপথ পড়ান জনপ্রিয় খলনায়ক।

২৫ অক্টোবর অনুষ্ঠিত ২০১৯-২১ মেয়াদের নির্বাচনে এফডিসিতে প্রবেশ ও অন্য কিছু বিষয়ে কড়াকড়ি আরোপ করা হয়। এই নিয়ে দুঃখপ্রকাশ করেন ইলিয়াস কাঞ্চন।

তিনি বলেন, প্রথম থেকেই আমি চেষ্টা করেছি নিয়ম নীতি মেনে চলার। এ জন্য কিছুটা কঠোর হতে হয়েছে। এ ছাড়া এবারের নির্বাচনে বেশ কিছু নিয়ম নতুন করেছি, যার ফলে অনেকেই কিছুটা কষ্টের মধ্যে পড়েছেন। একটি জাতির উন্নতির জন্য নিয়ম মেনে চলাটা খুবই জরুরি। তারপরও যারা ভোগান্তির শিকার হয়েছেন তাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা সবাই মিলে আইন ও নিয়মের মধ্যে সুন্দর এফডিসি গড়ব।

নির্বাচনে পূর্ণ প্যানেলে জয়ী হয়েছেন মিশা সওদাগর ও জায়েদ খান। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন জায়েদ। সহ-সভাপতি হয়েছেন ডিপজল ও রুবেল। সহ-সাধারণ সম্পাদক পদে আরমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে মামনুন ইমন, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে জাকির হোসেন নির্বাচিত হন।

এদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন ছাড়াই বিজয়ী হয়েছেন সাংগঠনিক সম্পাদক পদে সুব্রত, দপ্তর ও প্রচার সম্পাদক পদে জ্যাকি আলমগীর ও কোষাধ্যক্ষ পদে ফরহাদ।

১১টি কার্যনির্বাহী সদস্যপদে ১৪ জন প্রার্থীর মধ্যে জয়লাভ করেন অঞ্জনা সুলতানা, রোজিনা, অরুণা বিশ্বাস, আলীরাজ, বাপ্পারাজ, আফজাল শরীফ, মারুফ, আসিফ ইকবাল, আলেকজান্ডার বো, জেসমিন ও জয় চৌধুরী।

শপথ গ্রহণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সংসদ সদস্য ও বর্ষীয়ান অভিনেতা ফারুক, সোহেল রানা, পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন, সোহানুর রহমান সোহান, প্রযোজক নেতা খোরশেদ আলম খসরুসহ অনেকে।

Post Top Ad

Responsive Ads Here