কন্যা শিশু দিবস উপলক্ষে মেয়েদের ফুটবল প্রতিযোগিতা সম্পন্ন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, অক্টোবর ৩০, ২০১৯

কন্যা শিশু দিবস উপলক্ষে মেয়েদের ফুটবল প্রতিযোগিতা সম্পন্ন

নাটোর প্রতিনিধি: 
আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষে নাটোরে জেলা পর্যায়ে মেয়ে শিশু শিক্ষার্থীদের অংশগ্রহণে আন্ত:বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে। বুধবার বিকেলে নাটোর শংকর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনাল খেলায় ধারাইল আইএম উচ্চ বিদ্যালয় ছাতনী উচ্চ বিদ্যালয়কে ৩-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। প্রধান অতিথি জেলা প্রশাসক মো. শাহরিয়াজ পিএএ বিজয়ী ও বিজিত দলের মধ্যে ট্রফি ও মেডেল প্রদান করেন। 

আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা রুম টু রিডের মেয়ে শিশুদের শিক্ষা সহায়তা কার্যক্রমের আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে জেলার মোট ৯টি মাধ্যমিক বিদ্যালয় অংশ নেয়। সমাপনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দ, রুম টু রিডের কান্ট্রি অফিসের সিনিয়র ম্যানেজার রোকসানা সুলতানা, নাটোর অফিসের ফিল্ড ম্যানেজার জয়নাল আবেদীন, প্রোগ্রাম অফিসার ফ্লোরা আক্তার, বাসন্তি লতা দাস প্রমূখ। 
ফাইনাল খেলায় ৩ টি গোলই করেন বিজয়ী দলের রত আক্তার। 

Post Top Ad

Responsive Ads Here