বাঘায় ইউনিয়ন পরিষদের নির্বাচনী পরবর্তী সংর্ঘষ: গ্রেফতার ১ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, অক্টোবর ১৭, ২০১৯

বাঘায় ইউনিয়ন পরিষদের নির্বাচনী পরবর্তী সংর্ঘষ: গ্রেফতার ১

সময় সংবাদ ডেস্ক//
রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের নির্বাচিত মেম্বর প্রার্থী ও পরাজিত প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ২ জন আহত হয়েছে। এলাকায় উত্তেজনা অবস্থা বিরাজ করছে। পুলিশ মোতায়েন করা হয়েছে। ১ জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার (১৬ অক্টোবর) সকাল ১০টার দিকে মনিগ্রাম মাদ্রাসা মোড়ে।

জানা যায়, ১৪ অক্টোবর বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে টিউবয়েল প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন আনোয়ার হোসেন। অপর দিকে ফুটবল প্রতীক নিয়ে পরাজিত হয়েছেন ফরমান আলী। এ দিকে পরাজিত প্রার্থী ফরমান আলীর ভাই জয়নাল আলীর মনিগ্রাম মাদ্রাসা মোড়ে ফার্নিচারের দোকান রয়েছে। বুধবার সকালে এ দোকানের কর্মচারী আলাউদ্দিন কাজে আসে। এ সময় দোকান মালিক জয়নাল আলী কর্মচারী আলাউদ্দিন ভোট দেয়নি বলে চার্জ করে। এতে উভয়ের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। একপর্যায়ে মারধর করে কর্মচারী আলাউদ্দিনকে। এসে সে আহত হয়েছে। কর্মচারীকে মারতে গিয়ে মালিক জয়নাল আলীও আহত হয়েছে। এ ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে উভয়ে স্থানীয় মসজিদের মাইকে লাঠিসোঠা নিয়ে বের হওয়ার জন্য প্রচার করতে থাকে। একপর্যায়ে উভয়ের মধ্যে উত্তেজনা বিরাজ করতে থাকে। তবে সংঘর্ষ বাধার আগে বাঘা থানার ওসি নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। অপর দিকে চারঘাট থানার পুলিশও খবর পেয়ে ঘটনাস্থলে আসলে উভয়ে লাঠসোঠা নিয়ে স্থান ত্যাগ করেন। তবে এ সময় পরাজিত প্রার্থীর সমর্থক আবুল মালেক নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তি মনিগ্রাম পূর্বপাড়ার আবুল কাসেমের ছেলে। উভয়ে আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ততরা বলে জানা গেছে।

এ বিষয়ে বাঘা থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থলে উপস্থিত হওয়ার পরপর উভয়ে স্থান ত্যাগ করে চলে গেছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে এলাকা শান্ত রয়েছে।

Post Top Ad

Responsive Ads Here