বিলে মাছ ধরতে গিয়ে আর ফেরা হলো না চাচা-ভাতিজার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০১৯

বিলে মাছ ধরতে গিয়ে আর ফেরা হলো না চাচা-ভাতিজার

সময় সংবাদ ডেস্ক//
ভাতিজা উজ্জ্বল মিয়াকে (১৮) সঙ্গে নিয়ে রাতে বিলে মাছ ধরতে গিয়েছিলেন চাচা আইজল মিয়া (৪০)। সঙ্গে ছিলেন হারুন (৩৫) নামে আরও এক যুবক।কিন্তু মাছ ধরে আর ফেরা হলো না চাচা-ভাতিজার।বিলের পানিতে নামলে বিদ্যুৎস্পৃষ্ট হন তারা। ঘটনাস্থলেই মারা যান দুজন। 

বুধবার (৩০ অক্টোবর) মধ্যরাতের দিকে গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়নের পূর্ব দামোদারপুর গ্রামের কাতলামারি বিলে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।  

মৃত আইজল মিয়া ওই ইউনিয়নের পশ্চিম দামোদরপুর গ্রামের মৃত্যু ছফুর উদ্দিনের ছেলে এবং তার ভাতিজা উজ্জ্বল মিয়া একই গ্রামের দুলাল মিয়ার ছেলে।

সাদুল্যাপুর থানার ওসি মাসুদ রানা বলেন, আইজল ও উজ্জ্বলসহ স্থানীয় কয়েকজন রাতে বাড়ির পাশে কাতলার বিলে মাছ ধরতে যান। এ সময় বিলের পাশের জমিতে পড়ে থাকা বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসেন আইজল ও উজ্জ্বল। এতে ঘটনাস্থলেই মারা যান তারা। আর  আহত হন হারুন মিয়া নামে আরো একজন। তাকে উদ্ধার করার পর প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here