সানি লিওনের বিরুদ্ধে চুরির অভিযোগ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০১৯

সানি লিওনের বিরুদ্ধে চুরির অভিযোগ

সময় সংবাদ ডেস্ক//
বলিউড অভিনেত্রী সানি লিওনের বিরুদ্ধে এক চিত্রশিল্পীর আঁকা ছবির কনসেপ্ট চুরির অভিযোগ উঠেছে। এমনকি নিজের আঁকা সেই ছবিতে অভিনেত্রী সৌজন্য হিসেবেও চিত্রশিল্পীর নাম ব্যবহার করেননি বলে অভিযোগ।

ভারতীয় গণমাধ্যমে খবর, বেশ কিছুদিন আগেই প্রকাশ্যে আসে সানি লিওনের নিজের হাতে আঁকা একটি ছবি। যে ছবিটি নিলাম করে সেখান থেকে ওঠে আসা টাকা সানি ক্যান্সার আক্রান্তদের চিকিৎসার জন্য দেবেন বলে জানিয়েছিলেন। 

অভিযোগ, ছবিটি ফ্রেঞ্চ ইলাস্ট্রেটর ও গ্রাফিক ডিজাইনার মালিকা ফেভরে কনসেপ্ট চুরি করে এঁকেছেন সানি লিওন। অথচ সৌজন্য হিসেবে সানি ওই শিল্পীর নাম পর্যন্ত উল্লেখ করেননি।
তবে তাঁর বিরুদ্ধে ওঠা এই অভিযোগের জবাবও দিয়েছেন সানি লিওন। তিনি সাফ জানিয়েছেন, ''আমি সকলকে জানাতে চাই, কিছুদিন আগে এই ছবিটি আমার হাতে আসে, তখনই এটাকে আঁকার কথা ভাবি। আমি একবারের জন্যও দাবি করিনি যে ছবিটি কনসেপ্ট আমার। আমার ছবিটা ভালো লেগেছিল তাই এঁকেছিলাম। আর এটি নিলামের টাকা ক্যান্সার আক্রান্তদের চিকিৎসার জন্য দেওয়া হয়েছিল। এর থেকে বেশি কিছুই নয়। আপনাদের এই সাহায্য করার উদ্যোগটা হয়তবা ভালো লাগেনি। ছবির বিষয়বস্তু আমি বা আপনি কেউই নন। আমি শুধু কিছু শিশুকে সাহায্যের চেষ্টা করেছি। ''

Post Top Ad

Responsive Ads Here