মেহের আমজাদ,মেহেরপুর //
হেরোইন রাখার অভিযোগ প্রমাণিত হওয়ায় জিয়ারুল ইসলাম নামের এক ব্যক্তিকে ৩ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছে মেহেরপুরের আদালত।গতকাল রবিবার দুপুরের দিকে মেহেরপুর স্পেশাল ট্রাইবুনাল চতুর্থ আদালতের বিচারক মোঃ কেরামত আলী এ রায় দেন। সাজাপ্রাপ্ত জিয়ারুল ইসলাম গাংনী উপজেলার কাজিপুর গ্রামের আশাবুল হকের ছেলে। জানা যায়,২০১৫ সালে মেহেরপুরের ডিবি পুলিশ ১০ গ্রাম হেরোইন সহ জিয়ারুলকে আটক করে। এ ঘটনায় গাংনী থানায় একটি মামলা দায়ের করা হয়। এ মামলায় ৭ জন স্বাক্ষী স্বাক্ষ্য প্রদান করে। মামলায় রাষ্ট্রপক্ষে এপিপি অ্যাড. রুস্তম আলী ও আসামী পক্ষে শফিকুল আলম কৌশলী ছিলেন।