মেহেরপুর শহরে যৌন উত্তেজক সিরাপ তৈরীর কারখানা উদ্ধার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, অক্টোবর ২১, ২০১৯

মেহেরপুর শহরে যৌন উত্তেজক সিরাপ তৈরীর কারখানা উদ্ধার

মেহের আমজাদ,মেহেরপুর//
মেহেরপুর শহরের মল্লিকপাড়ায় ডিবি পুলিশ অভিযান চালিয়ে নকল যৌন উত্তেজক সিরাপ তৈরীর কারখানা ও বিপুল পরিমাণ যৌন উত্তেজক সিরাপসহ কারখানার মালিক রানাকে আটক করেছে।গতকাল রবিবার রাতে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান জানান, কোনো কাগজপত্র ছাড়ায় এই বাড়িতে যৌন উত্তেজক সিরাপ তৈরি করা হতো। তবে কি পরিমান সিরাপ উদ্ধার করা হয়েছে তা জানতে চাইলে, সে সম্পর্কে তিনি বলেন, গণনার পর নিশ্চিত হওয়া যাবে।

তিনি আরো বলেন, আগের রাতে রানার নিজস্ব বাড়িতে অভিযান চালিয়ে সেখান থেকে ২৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। পরে রানার ভাড়া এই বাড়ির সন্ধান পাওয়ার পর সেখানে তালা ঝুলিয়ে দেওয়া হয়। রোববার রাতে অভিযান চালানো হলে তার এই বাড়ি থেকে যৌন উত্তেজক সিরাপ তৈরীর মিনি মেশিনসহ বিভিন্ন রং, মেডিসিনসহ বিপুল পরিমান যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করা হয়।  রানা মেহেরপুরের মল্লিক পাড়ার নজরুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়

Post Top Ad

Responsive Ads Here