মেহের আমজাদ,মেহেরপুর//
মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে মেহেরপুর জেলার মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোঃ আতাউল গনির সভাপতিত্বে জেলার মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসূল, সিভিল সার্জন ডা. শামীম আরা নাজনীন, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ জাহাঙ্গীর আলম,যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক ফিরোজ আহমেদ, মুজিবনগর উপজেলা চেয়ারম্যান জিয়াউদ্দিন বিশ্বাস প্রমুখ।