মেহেরপুরে মোটরসাইকেল চালককে কুপিয়ে মোটরসাইকেল ছিনতাই - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, অক্টোবর ২১, ২০১৯

মেহেরপুরে মোটরসাইকেল চালককে কুপিয়ে মোটরসাইকেল ছিনতাই

মেহের আমজাদ,মেহেরপুর //
মেহেরপুর আহমদ আলী টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ এর কাছে মোটরসাইকেল চালককে কুপিয়ে মোটরসাইকেল  ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।গতকাল রবিবার ভোর ৫টার দিকে ছিনতাইকারীরা ব্র্যাক কর্মকর্তা জাহিদ হাসানকে কুপিয়ে মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে পালিয়ে যায়।  তাকে  মেহেরপুর জেনারেল হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। আহত ব্র্যাক কর্মকর্তা কুষ্টিয়ার কুমারখালী উপজেলার খয়েরচারা গ্রামের দীন মোহাম্মদের ছেলে। জানা গেছে জাহিদ হাসান যশোরের কেশবপুর ব্র্যাক অফিসের প্রোগ্রাম অফিসার। গতকাল রোববার ভোরের দিকে তিনি হোন্ডা সাইন ১২৫ সিসি মোটরসাইকেল যোগে কর্মস্থলে উদ্দেশ্যে রওনা দেন। তিনি আহম্মদ আলী টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ এর কাছে পৌছালে ছিনতায়কারীরা তার গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা জাহিদ হোসেনকে জখম অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনা স্থলে এসে তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। 

জাহিদ হোসেনকে ৩ মাস পূর্বে মেহেরপুর থেকে যশোর ক্য্যশবপুর শাখায় বদলী করা হয়। তার পরিবার মেহেরপুর তাহের ক্লিনিক পাড়ায় বসবাস করছে। গত বৃহস্পতিবার জাহিদ হোসেন ছুটিতে বাড়ি আসে। রোবার ভোরের দিকে কর্মস্থল যশোরের কেশবপুর যাওয়ার উদেশ্যে রওনা দেওয়ার পর এঘটনা ঘটে।

Post Top Ad

Responsive Ads Here