মেহেরপুর-চুয়াডাঙ্গা নব নির্মিত ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের উদ্বোধন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, অক্টোবর ২১, ২০১৯

মেহেরপুর-চুয়াডাঙ্গা নব নির্মিত ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের উদ্বোধন

মেহের আমজাদ,মেহেরপুর //
মেহেরপুর বিদ্যুৎ সরবরাহ ওজোপাডিকো এর মেহেরপুর-চুয়াডাঙ্গা নব নির্মিত ৩৩ কেভি লাইনের উদ্বোধন করা হয়েছে। গতকাল রবিবার দুপুরে উদ্বোধন অনুষ্ঠানে জনপ্রশাসন মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মেহেরপুর-চুযাডাঙ্গা নব নির্মিত ৩৩ কেভি লাইনের উদ্বোধন করেন। মেহেরপুর বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের আয়োজনে মেহেরপুর বিদ্যুৎ কেন্দ্র প্রাঙ্গণে অনুষ্ঠিত উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন,আগামীতে মেহেরপুর হবে একটি উন্নত জনপদ। এজন্য আমাদের সবক্ষেত্রে এগিয়ে থাকতে হবে। আমাদের সন্তানদেরকে সুশিক্ষিত করতে হবে। তিনি বলেন, মেহেরপুর শেখ কামাল আইটি ইন্সিটিটিউট হচ্ছে। জায়গা বরাদ্দ শেষ হয়েছে। যেখান থেকে মেহেরপুরের তরুনেরা আইসিটির ওপর দক্ষতা অর্জন করবে। প্রতিমন্ত্রী বলেন, মেহেরপুর যাতে টেকনিক্যালে এগিয়ে থাকে তার সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভৈরব দ্বিতীয় অংশের খননের কাজ অচিরেই শুরু হবে। দ্বিতীয় অংশে দুপাড় দিয়ে হাঁটার রাস্তা থাকবে। তিনি বলেন, যে কোন দুর্নীতি,অনিয়ম দেখলে আমাকে জানাবেন আমি তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেব।

উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির ওজোপাডিকোর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোঃ শফিক উদ্দীন, মেহেরপুরের জেলা প্রশাসক মোঃ আতাউল গনি, পুলিশ সুপার এস. এম মুরাদ আলী। সভাপতিত্ব করেন মেহেরপুর বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী কাজী আব্দুল আজিজ।

প্রতিমন্ত্রী বলেন, ২০১৭ সালের মধ্যে মেহেরপুরে শতভাগ বিদ্যুতায়ন করেছি। সড়কে সড়কে বাতি জলছে। এখন মেহেরপুরে আর কোন চুরি ডাকাতির ঘটনা ঘটেনা।তিনি বলেন, আজ আরও একটি চাওয়া পূর্ণ করলাম সেটি হচ্ছে ৩০ কিলোমিটারের ৩৩ কেভি লাইন। তিনি আরো বলেন, দেশ এখন উন্নয়নের মহাসড়কে পা রেখেছে। নিয়মিত বিদ্যুৎ থাকায় ছেলেমেয়েদের এখন আর হারিকেন বা মোমবাতির আলোর প্রয়োজন হয়না। গ্রাম পর্যায়ে বিদ্যুতের লাইন সম্প্রসারণ করা হয়েছে।

প্রধান অতিথি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার পলিসির কারণেই বাংলাদেশ প্রবৃদ্ধিতে এক নম্বরে গেছে। আজ বিশ্ব নেতৃবৃন্দ শেখ হাসিনাকে স্যালুট দিচ্ছে তার দুরদর্শিতা, প্রজ্ঞা, মেধা এগুলি দেখে। প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, মুজিবনগর খ্যাত মেহেরপুর উন্নয়নের জনপদ হিসেবে গড়ে উঠছে। দেশের সকল প্রতিষ্ঠােনের চোখ এখন মেহেরপুরের দিকে। কারণ, জাতির জনকের নামে দেশে মাত্র একটি স্থানের নাম রয়েছে সেটি হলো মুজিবনগর। যার কারণে এই জায়গাটির অত্যন্ত গুরুত্ব রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীও মেহেরপুর জেল কে মূল্যায়ন করে চলেছেন। প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, বিএনপি জোট সরকারের আমলে গাছের পাতা নড়লেই বিদ্যুৎ চলে যেত। বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ট ছিলো সারা দেশের মানুষ। সেই আমলে দেশে বিদ্যুৎ উৎপাদন হতো মাত্র সাড়ে তিন হাজার মেগওয়াট। কিন্তু বর্তমান সরকারের আমলে সাড়ে ২২ হাজার মেগওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। ফলে বিদ্যুৎ বিভ্রাট যে কি তা ভূলতেই বসেছে দেশের মানুষ। উল্লেখ্য,৮ কোটি ২৭ লক্ষ টাকা ব্যায়ে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের ৩০ কিঃ মিঃ ৩৩ কেভির নতুন লাইন স্থাপন করা হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here