জলঢাকায় জাতীয়পাটির মতবিনিময় সভা অনুষ্ঠিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, অক্টোবর ২১, ২০১৯

জলঢাকায় জাতীয়পাটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

সময় সংবাদ ডেস্ক//
এরশাদ আলম, জলঢাকা প্রতিনিধিঃনীলফামারীর জলঢাকায় মতবিনিময় সভা করেছে উপজেলা জাতীয়পাটি। রবিবার বিকেলে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা জাতীয়পাটির আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা জাতীয়পাটির আহবায়ক স্থানীয় সংসদ সদস্য রানা মোহাম্মদ সোহেল। এসময় বক্তব্যে রাখেন উপজেলা জাতীয়পাটির সদস্য সচিব অধ্যাপক মমিনুল ইসলাম মঞ্জু, উপজেলা জাতীয়পাটির যুগ্ম আহবায়ক শাহ আব্দুল কাদের বুলু চৌধুরী, জাতীয়পাটির নেতা বাবলুর রহমান, শরিফুল ইসলাম প্রিন্স, তাহমিদুর রহমান মিলন, যুব সংহতির জাকির হোসেন হাসু, জাতীয় ছাত্র সমাজের আহবায়ক আনোয়ার হোসেন ও সদস্য সচিব ছামিউল ইসলাম সোহাগ প্রমুখ। সভায় উপজেলা জাতীয়পাটিকে শক্তিশালী ও গতিশীল করার লক্ষে বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্যে রাখেন। এর আগে উপজেলা ছাত্রসমাজের বিভিন্ন ইউনিয়নে নবগঠিত ইউনিয়ন কমিটি ও উপজেলা কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করে এমপি রানা মোহাম্মদ সোহেল। পরে কৈমারী ইউনিয়ন বিএনপি নেতা মাহমুদ আলম দুদু ও শাহিনুজ্জামান শাহিনের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী এমপির হাতে ফুলের তোড়া দিয়ে উপজেলা জাতীয়পাটিতে এবং উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত নেতৃবৃন্দ শফিউল ইসলাম লিটু ও ইমন হাসান পাভেলের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী নিয়ে জাতীয় যুব সংহতিতে যোগদান করে।

Post Top Ad

Responsive Ads Here