তরুনীকে ধর্ষনের অভিযোগে পিতা-পুত্র গ্রেফতার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, অক্টোবর ২০, ২০১৯

তরুনীকে ধর্ষনের অভিযোগে পিতা-পুত্র গ্রেফতার

সময় সংবাদ ডেস্ক//
রাজবাড়ীর বালিয়াকান্দিতে এক তরুনীকে অপহরণের পর ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে পুলিশ পিতা-পুত্রকে গ্রেফতার করেছে।
রোববার সকালে অভিযান চালিয়ে বহরপুর দড়িপাড়া গ্রামের সৈয়দ আলী মাতুব্বরের ছেলে নুর আলম (৫০) ও নুর আলমের ছেলে নুরতাজ (১৬) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদেরকে রোববার সকালে রাজবাড়ী আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন বালিয়াকান্দি থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) একেএম আজমল হুদা। 

মামলাসুত্রে জানাগেছে, সপ্তম শ্রেণী পর্যন্ত পড়ালেখা ওই তরুনী (১৬) বাদ দিয়ে সেলাইয়ের কাজ করতো। উপজেলার বহরপুর ইউনিয়নের বহরপুর দড়িপাড়া গ্রামের নুর আলমের ছেলে তৈয়ব আলী (২৫) ওই ছাত্রীকে কু-প্রস্তাব দেয়। কু-প্রস্তাবে রাজী না হওয়ায় তৈয়ব আলী ওই তরুনীকে ক্ষতি করার জন্য উঠেপড়ে লাগে। গত ১৮ জুলাই সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাড়ীর সামনে ইটের রাস্তার উপর ওই তরুনী গেলে তৈয়ব আলীসহ অজ্ঞাতনামা ২জন কাপড় দিয়ে মুখ বেধে মাইক্রোবাসে উঠিয়ে অপহরণ করে নিয়ে অজ্ঞাত স্থানে আটকে রাখে। গত ২৪ জুলাই বালিয়াকান্দি থানায় ওই তরুনীর পিতা জিডি করেন। গত ১৭ অক্টোবর কৌশলে ওই তরুনী পালিয়ে বাড়ীতে আসে। অভিভাবকদের কাছে প্রকাশ করে, তাকে অপহরণ করে ঢাকায় নিয়ে বিভিন্ন বাসায় রেখে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করা হয়েছে। এ ব্যাপারে ওই তরুনীর পিতা বাদী হয়ে শনিবার বালিয়াকান্দি থানায় মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এস,আই আবদুল কুদ্দুস বলেন, এ মামলার ২ আসামীকে গ্রেফতার করে রাজবাড়ী আদালতে সোপর্দ করা হয়েছে। অপহৃতকে ডাক্তারী পরীক্ষার জন্য রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রধান আসামীকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

Post Top Ad

Responsive Ads Here