ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুর উপজেলা সীমান্তবর্তী মগদাসপুর কারবালা এলাকা দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে বাংলা ভাষাভাষী ২ জন পুরুষ, ১ জন নারী ও ১ শিশুকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে তাদেরকে আটক করা হয়। খালিশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, জুলুলী বিওপির টহল দল সীমান্ত পিলার ৫৩/১-এস মগদাসপুর কারবালার নিকট থেকে অবৈধ অনুপ্রবেশকারী ৪ জনকে আটক করে। অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার দায়ে বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১ (১) (গ) ধারায় ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।