ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহেম মহেশপুর ৫৮ বিজিবির সদস্যরা সীমান্তের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪০৪ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে।
৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খাঁন এক ই-মেইল বার্তায় বুধবার এ তথ্য জানান।
ই-মেইল বার্তায় উল্লেখ করা হয়, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে বুধবার ধোপাখালী এলাকার রাজাপুর গ্রামের মাঠ থেকে ৩৫৯ বোতল এবং হালদারপাড়া মাঠ থেকে মালিকবিহীন অবস্থায় ৪৫ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করে। এ সময় কাউকে গ্রেফতার করা যায়নি।