নাটোরে দু'পক্ষের সংঘর্ষে আহত ৪, আটক ৫ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, ডিসেম্বর ৩০, ২০১৯

নাটোরে দু'পক্ষের সংঘর্ষে আহত ৪, আটক ৫


সময় সংবাদ ডেস্ক//
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নাটোরের হয়বতপুরে দু’পক্ষের সংঘর্ষে ছাত্রলীগ নেতাসহ ৪ জন আহত হয়েছেন। এসময় ২টি বাস কাউন্টার ভাংচুরের ঘটনা ঘটে। এসব ঘটনায় ৫ জনকে আটক করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, এলাকায় আধিপত্য প্রতিষ্ঠার জের ধরে সোমবার দুপুরে সদর উপজেলার হয়বতপুর বাজারে কথা কাটাকাটি হয় জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহাবুব হোসেনের সাথে স্থানীয় পরিবহন শ্রমিক নেতা চাঁদ মিয়ার।

এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে শ্রমিক নেতা চাঁদ মিয়াসহ ৪ জন আহত হয়। এর মধ্যে গুরুতর আহত চাঁদ মিয়াকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী জালাল উদ্দিন জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এই ঘটনায় ৫জনকে আটক করা হয়।

Post Top Ad

Responsive Ads Here