সময় সংবাদ ডেস্ক//
ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী সুমনা হকের হত্যাকারী নবম শ্রেণির ছাত্র রিয়াজ আহম্মেদ কাননের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়কে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন ঠাকুরগাঁওয়ে সব স্তরের শিক্ষার্থীরা।
শুক্রবার দুপুরে ঠাকুরগাঁও জেলার ছাত্রছাত্রীরা বড়মাঠ প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তা মোড়ে গিয়ে শেষ হয়।
পরে সেখানে বক্তব্য দেন বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। এতে জেলা বিভিন্ন স্কুল-কলেজের শাতাধিক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
এ সময় বক্তরা সুমন হত্যাকারী রিয়াজ আহম্মেদের দ্রুত শাস্তির দাবি করেন। সে সঙ্গে যদি অন্য কেউ এ হত্যাকাণ্ডে জড়িত থাকে তাহলে তাদের আইনের আওতায় আনার দাবি জানান।
নিখোঁজের চার দিন পর ঠাকুরগাঁওয়ের পূর্ব গোয়াল পাড়া থেকে সুমনা নামে এক স্কুলছাত্রীর লাশ মাটির নিচ থেকে উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে প্রতিবেশী গিয়াস মাহমুদের বাড়ির একটি নির্মাণাধীন টয়লেট থেকে সুমনার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পুলিশ গিয়াস মাহমুদের ছেলে রিয়াজ কাননকে গ্রেফতার করেছে। কানন ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
গত ১৫ ডিসেম্বর দুপুরে ওই প্রতিবেশীর বাড়িতে খেলতে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয় সুমনা। এর পর আর বাড়ি ফেরেনি। এ ঘটনায় ১৬ ডিসেম্বর সুমনের বাবা বাদী হয়ে থানায় জিডি করে। প্রতিবেশী গিয়াসের ছেলে রিয়াজ কাননের গতিবিধি পুলিশের সন্দেহ হলে জিজ্ঞাসাবাদে সুমনাকে হত্যা করার কথা স্বীকার করে। তার স্বীকারোক্তি অনুযায়ী তার বাড়ির নির্মাণাধীন টয়লেটের মাটির নিচ থেকে সুমনার লাশ উদ্ধার করে পুলিশ।