শিশুল চন্দ্র দাস, রাজবাড়ী//
দৌলতদিয়ায় নদী পারের অপেক্ষায় সড়কে সিরিয়ালে আটকা পড়েছে শতশত যানবাহন।
তীব্র শীত ও ঘন্টার পর ঘন্টা সিরিয়ালে আটকে থেকে এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকরা।
শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের প্রায় সাড়ে চার কিলোমিটার সড়ক ও রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক এলাকার সড়কে এসব যানবাহন সিরিয়াল দেখাগেছে।
এদিকে ঘন কুয়াশার কারণে বৃহস্পতিবার রাত সাড়ে ১০ থেকে শুক্রবার ভোর সাড়ে ৫টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকে এরুটে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) মোঃ আবু আব্দুল্লাহ রনি জানান, ঘন কুয়াশার কারণে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১০ টা থেকে শুক্রবার ভোর সাড়ে ৫ টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল। যে কারণে যানবাহনের সিরিয়াল তৈরি হয়েছে। বর্তমানে এরুটে ছোট-বড় ১৫টি ফেরি চলাচল করছে।