নিরেন দাস(জয়পুরহাট)প্রতিনিধিঃ
পাঁচবিবিতে ৭ শত পিচ ইয়াবা সহ আব্দুল গফুর ওরফে ফটিক বাবু (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পাঁচবিবি থানা পুলিশ।
আটককৃত মাদক ব্যবসায়ী আব্দুল গফুর ওরফে বাবু পাঁচবিবি উপজেলার পৌরসভাধীন গণেশপুর মধ্যপাড়া গ্রামের মৃতঃ- এলাহী বক্সের ছেলে।
থানা সূত্রে জানা গেছে,(২৩-ডিসেম্বর) সোমবার সকালে এক গোপন সংবাদের ভিক্তিতে পাঁচবিবি থানার (ওসি) মুনসুর রহমান এর নিদর্শনায় উপ-পরিদর্শক (এসআই) মোস্তফা (এস আই) আবু জাফর,(এএসআই) তাঁরা মিয়া সহ থানার সঙ্গীয় ফোর্স পাঁচবিবি পৌর সদরের ডিগ্রী কলেজের সামনে হিয়ারিং রাস্তায় মাদক বিরোধী বিশেষ এক অভিযান চালিয়ে আব্দুল গফুর ওরফে বাবুকে তল্লাশি করে ৭ শত পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার সহ তাকে আটক করে থানায় নেয়া হয়।
আটকের বিষয়টি নিশ্চিত করে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) মুনসুর রহমান বলেন,আব্দুল গফুর ওরফে বাবু একজন চিহ্নিত ধৃত মাদক ব্যবসায়ী সে দীর্ঘ দিনধরে মাদক ব্যবসা চালিয়ে আসছিল, সকালে এক সংবাদের ভিক্তিতে তার কাছ থেকে ৭ শত পিছ ইয়াবা ট্যাবলেট সহ আটক করা হয়েছে।
তার বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলমান রয়েছে।