রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার চন্দনা নদীপারের ৩২টি অবৈধ স্থাপনার উচ্ছেদ অভিযান শুরু করেছে রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ড।
সোমবার সকাল থেকে এ উচ্ছেদ অভিযান শুরু করে পানি উন্নয়ন বোর্ড। উচ্ছেদ অভিযানের সময় চন্দনা নদীতীরবর্তী ৩৫টি স্থাপনার মধ্যে ৩টি স্থাপনায় আইনি জটিলতা থাকার কারণে বাকি ৩২টি অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা শুরু করে।
রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম শেখ জানান, চন্দনা নদীপারের ৩২ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু হয়েছে। নদী তীরবর্তী অবৈধ সব স্থাপনা উচ্ছেদ করা হবে বলে নিশ্চিত করেন তিনি।
উচ্ছেদ অভিযান পরিচালনার সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ কামরুল হাসান, বালিয়াকান্দি থানার উপ-পরিদর্শক মোঃ বদিয়ার রহমান সহ বিপুল সংখ্যক পুলিশ কর্মকর্তা উপস্থিত ছিলেন। অবৈধ স্থাপনা উচ্ছেদকৃত স্থানে বিভিন্ন ফলদ গাছ রোপন করেন পানি উন্নয়ণ বোর্ড।