মেহের আমজাদ,মেহেরপুর//
২০০৮-২০০৯ এসএসসি ব্যাচ এর উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে মেহেরপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।মেহেরপুর পৌরসভার মেয়র মোঃ মাহফুজুর রহমান রিটন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলর নুরুল আশরাফ রাজীব, মেহেরপুর মার্সেল একলুসিভ শো রুমের স্বত্বাধীকার দেওয়ান আলিমুজ্জামান রিমন,জেলা যুবলীগের সদস্য ইয়ানুস আলী, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি খন্দকার যুলকারনাইন, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান উপস্থিত ছিলেন । অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আয়োজক কমিটির সদস্য রাসেল । এ টুর্নামেন্টে মোট ৩২ টি দল অংশগ্রহণ করছে।