সময় সংবাদ ডেস্ক//
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় নিজ বাড়িতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মা ও ছেলে খুন হয়েছেন। রাতে প্রথমে মাকে নিপীড়নের পর হত্যা করা হয়। এ ঘটনা দেখে ফেলায় তার ছেলেকেও খুন করে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার সকাল সোয়া ৮টার দিকে উপজেলার উত্তর কাউন্নারা এলাকায় নিজ বাড়ি থেকে মা ও ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত পারভিন বেগম (২৬) একই এলাকার সৌদি প্রবাসী মজনু মিয়ার স্ত্রী ও ছেলে নূর মোহাম্মদ (৬)।
সাটুরিয়া থানার ওসি মতিয়ার রহমান জানান, রাতের কোনো এক সময় নিজ ঘরে পারভিন ও নূর মোহাম্মদকে খুন করা হয়েছে। সকালে নিহতদের মরদেহ দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা।
নিহত মা-ছেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।