মেহেরপুরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, জানুয়ারী ০৩, ২০২০

মেহেরপুরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন


মেহের আমজাদ,মেহেরপুর //
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, জাতীয় সংগীত এবং শপথ গ্রহণ সহ শান্তির প্রতীক কবুতর উড়ানো এবং বর্ণাঢ্য র‌্যালির মধ্য দিয়ে মেহেরপুরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।

মেহেরপুর জেলা প্রশাসন ও মেহেরপুর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে “মাদককে রুখবো,বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বো” এই শ্লোগানকে সামনে রেখে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি র‌্যাালি বের করা হয়। জেলা প্রশাসক মোঃ আতাউল গনির নেতৃত্বে র‌্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু করে মেহেরপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে শহীদ শামসুজ্জোহা নগর উদ্যানে এসে শেষ হয়। র‌্যলিতে অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ ইবাদত হোসেন,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম,পিপি পল্লব ভট্টাচার্য,মেহেরপুরের সহকারি কমিশনার (ভূমি) ইমতিয়াজ আহমেদ মাঈনুদ্দিন, মেহেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রশিদ হাসান খান আলো,সদর থানার ওসি শাহ্ দারা খান,জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জালালউদ্দিন সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন। র‌্যালি শেষে শহীদ শামসুজ্জোহা নগর উদ্যানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরালে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে সেখানে মাদকের বিরুদ্ধে শপথ গ্রহণ করা হয় এবং শান্তির প্রতীক কবুতর উড়ানো হয়। এর পরে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচন সভায় জেলা প্রশাসক মোঃ আতাউল গনির সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ ইবাদত হোসেন,পিপি পল্লব ভট্টাচার্য,জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জালালউদ্দিন প্রমুখ।

Post Top Ad

Responsive Ads Here