মেহের আমজাদ,মেহেরপুর //
মেহেরপুর জেলা ট্রাক, ট্যাংক লরি, ট্রাক্টর,কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর শহরের ওয়াপদা মোড় এলাকায় ইউনিয়নের চারতলা ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।
জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ গোলাম রসুল ফিতা কেটে উন্মোচন করেন এবং ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন। এ সময় সেখানে মোনাজাত করা হয়। পরে ইউনিয়ন ভবন প্রাঙ্গণে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি কদর আলী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন,সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড.ইয়ারুল ইসলাম, জেলা ট্রাক মালিক গ্রæপের সাধারণ সম্পাদক মিজানুর রহমান রানা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কুতুবুদ্দিন বাবু।