ফরিদপুরে শিক্ষার্থীদের নিয়ে মিট দ্যা ডিসি অনুষ্ঠিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, জানুয়ারী ০৩, ২০২০

ফরিদপুরে শিক্ষার্থীদের নিয়ে মিট দ্যা ডিসি অনুষ্ঠিত

ফরিদপুর প্রতিনিধি :

ফরিদপুর পৌরসভার স্কুল থেকে কলেজ পর্যায়ের ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হলো মিট দ্যা ডিসি নামের একটি ব্যতিক্রমধর্মী মুক্ত আলোচনার। এসময় শিক্ষার্থীরা তাদের বিভিন্ন ধ্যান ধারনা ও মতামত সরাসরি তুলে ধরেন ফরিদপুরের জেলা প্রশাসক(ডিসি) অতুল সরকার এর কাছে। 

 

শুক্রবার দুপুরে ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় শিক্ষার্থীরা সরাসরি ডিসিকে দেশের বিভিন্ন সমসাময়িক ঘটনাবলী নিয়ে প্রশ্ন করেন। এছাড়াও শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়ের সমস্যা ও চিন্তাধারা মূলক বক্তব্য তার কাছে তুলে ধরেন। 

 

ডিসি ও শিক্ষার্থীদের আন্তরিক পরিবেশের এই আলোচনা চলে তিন ঘন্টাব্যাপী। আলোচনার উল্লেখযোগ্য বিষয় ছিলো প্রশাসনের কমের্র সাথে তাদের চিন্তাধারা ও গতিশীলতা আনয়নে করনীয়, নৈতিক মূল্যবোধে করনীয় নির্ধারন, দেশের প্রান্তিক জনগোষ্ঠির উন্নয়নে কি ভাবনা, শিক্ষার্থীরা কে কি হতে চায়, দূর্নীতি রোধে কি করা যেতে পারে, সরকারের উন্নয়ন কর্মকান্ড কিভাবে বাস্তবায়ন হতে পারে, মানসম্মত শিক্ষা ব্যবস্থা কিভাবে বাস্তবায়ন হতে পারে।

 

আলোচনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা) শেখ মোহম্মদ হুমায়ন কবির, প্রফেসর রিজভী জামান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ তৌহিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা, ফরিদপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক নির্মেলেন্দ চক্রবর্তী শংকরসহ ১০টি স্কুলের প্রধান শিক্ষক ও সাংবাদিকরা।

Post Top Ad

Responsive Ads Here