বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু শুক্রবার, আসছেন ৬৪ জেলার মুসল্লিরা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, জানুয়ারী ০৯, ২০২০

বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু শুক্রবার, আসছেন ৬৪ জেলার মুসল্লিরা

সময় সংবাদ ডেস্ক//
তুরাগ নদীর তীরে আনুষ্ঠানিকভাবে ইজতেমা শুরুর দুই-তিনদিন আগেই ময়দানে প্রবেশ শুরু করেছেন মুসল্লিরা। তাবলিগ জামাতের তিন দিনব্যাপী এ ইজতেমার প্রথম পর্ব আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে। কনকনে শীত উপেক্ষা করে এরই মধ্যে পৌঁছে গেছেন কয়েক হাজার ধর্মপ্রাণ মানুষ।

ইজতেমা আয়োজকরা জানান, এবার দেশের ৬৪ জেলার মুসল্লিদের সুবিধার জন্য ইজতেমা ময়দান ৯২টি খিত্তায় ভাগ করা হয়েছে। মুসল্লি বেশি হয়ে গেলে তাদের জন্য আরও পাঁচটি খিত্তা রিজার্ভ রাখা হয়েছে।

আয়োজক কমিটির ধারণা, গতবারের চেয়ে এবার কয়েকগুন বেশি মুসল্লি ময়দানে অবস্থান নিবেন। ১০ জানুয়ারি শুক্রবার আনুষ্ঠানিকভাবে শুরু হবে ৫৫তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। ১২ জানুয়ারি রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে তা শেষ হবে। প্রথম পর্বে মাওলানা জুবায়েরের অনুসারী মুসল্লিরা অংশ নেবেন। এরপর ৪ দিন বিরতি দিয়ে দ্বিতীয় পর্ব ১৭ জানুয়ারি শুরু হয়ে ১৯ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হবে। 

এদিকে, বিভিন্ন জেলার মুসল্লিরা তাদের সামানা নিয়ে ময়দানে অবস্থান করতে দেখো গেছে। একদিকে চলছে ময়দানে সর্বশেষ প্রস্তুতি, অপরদিকে চলছে মুসল্লিদের প্রবেশ। 

Post Top Ad

Responsive Ads Here