ফরিদপুরে বর্নাঢ্য আয়োজনে মুজিব শতবর্ষ ক্ষণ গননা ও স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, জানুয়ারী ১০, ২০২০

ফরিদপুরে বর্নাঢ্য আয়োজনে মুজিব শতবর্ষ ক্ষণ গননা ও স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত


সঞ্জিব দাস, ফরিদপুর থেকে :

ফরিদপুরে বর্নাঢ্য নানা আয়োজনের মধ্যে দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর জন্মশতবাষির্কী “মুজিব বষ” ক্ষণ গননা ও স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকালে জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে সেখানে জাতির পিতার প্রতিকৃতিকে পুস্পমাল্য অর্পন শেষে এক মিনিট নিরবতা পালন করেন নেতাকর্মিরা।  

 

এরপর বেলা সাড়ে ১০টার সময় ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে জেলা প্রশাসক অতুল সরকার এর নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর জন্মশতবাষির্কী “মুজিব বষ” এর ক্ষণ গননা উদযাপন উপলক্ষে একটি বর্নাঢ্য র‌্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার জেলা প্রশাসকের কার্যলয়ের সামনে এসে শেষ হয়। র‌্যালীতে প্রায় দশ হাজার নানা শ্রেনি পেশার মানুষ অংশ নেন। 

 

র‌্যালীতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ মোঃ মোশারফ আলী, ফরিদপুরের পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান, জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ লোকমান হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) রোকসানা রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আসলাম মোল্যা, দিপক কুমার রায়, জেলাআওয়ামীলীগের সভাপতি এ্যাড. সুবল সাহা, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জামাল পাশা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্যা, সদর উপজেলা নির্বাহী মোঃ মাসুম রেজা, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ ইমতিয়াজ হাসান রুবেল, ঝর্না হাসান, শওকত আলী জাহিদ, অনিমেষ রায়, জাহিদ ব্যাপারী, আক্কাস হোসেন প্রমুখ। 

 

এদিকে একই সাথে জেলার সকল উপজেলায় নানা আয়োজনের মধ্যে দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর জন্মশতবাষির্কী “মুজিব বষ” ক্ষণ গননা ও স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। 

Post Top Ad

Responsive Ads Here