মেহের আমজাদ, মেহেরপুর -
মেহেরপুরে পানি সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা প্রশাসক মোহাম্মদ আতাউল গনির সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোহাম্মদ মুজাহিদুল ইসলাম,সিভিল সার্জন ডাক্তার নাসিরউদ্দিন, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম,জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন,পিপি পল্লব ভট্টাচার্য,গাংনী পৌরসভার মেয়র আশফুল ইসলাম, মেহেরপুর পৌরসভার প্যানেল মেযর শাহিনুর রহমান রিটন, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক বিকাশ কুমার দাস, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক কাজী কাদের মোহাম্মদ ফজলে রাব্বী,মেহেরপুর জেলা শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক আরিফুল এনাম বকুল প্রমুখ।