আদমদীঘিতে ফেনসিডিলসহ তিন যুবক আটক - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, ফেব্রুয়ারী ২৮, ২০২০

আদমদীঘিতে ফেনসিডিলসহ তিন যুবক আটক


বগুড়া প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘিতে সোমবার রাতে অভিযান চালিয়ে ২৪০ বোতল ফেনসিডিলসহ তিন যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল আটক করা হয়। 


বগুড়ার-নওগাঁ মহাসড়কের আদমদীঘির বড় আখিড়া চারমাথা নামক স্থান থেকে তাদের আটক করা হয়। 

আটকরা হলেন, বগুড়ার শাহাজানপুর উপজেলার চুপিনগর গ্রামের আব্দুর রহমানের ছেলে জনি আহম্মেদ, একই গ্রামের মোকলেছার রহমানের ছেলে নাইম ও তজমাল হোসেনের ছেলে আল আমিন। আদমদীঘি থানার ওসি জালাল উদ্দীন জানান, ওই তিন মাদক ব্যবসায়ী যুবক চাঁপাইনবাবগঞ্জ থেকে একটি নম্বর বিহীন মোটরসাইকেল যোগে স্কুলব্যাগে ফেনসিডিল বহন করে বগুড়ার উদ্দেশে যাচ্ছেন। এমন তথ্যে রাত সাড়ে ৭টায় পুলিশ মহাসড়কের আদমদীঘির বড় আখিড়া চারমাথা নামকস্থানে তাদের মোটরসাইকেল গতিরোধ করে তল্লাশি করে। এ সময় ব্যাগের ভেতর থেকে ২৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তাদের ব্যবহৃত মোটরসাইকেলটি আটক করা হয়েছে। তারা তিনজন দীর্ঘদিন ধরে মোটরসাইকেল যোগে কৌশলে ফেনসিডিল বহন করে আসছিল। মঙ্গলবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here