সাংবাদিকদের পরীক্ষার তথ্য ও চিত্র সংগ্রহে নিষেধাজ্ঞা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ০৬, ২০২০

সাংবাদিকদের পরীক্ষার তথ্য ও চিত্র সংগ্রহে নিষেধাজ্ঞা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের



ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী প্রতিনিধিরাজশাহীসহ সমগ্র জেলায় সম্প্রতী এসএসসি, কারিগরি এফতেদায়ি পরীক্ষা চলমান রয়েছে। গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রনালয়ে উপসচিব গোপাল চন্ত্র দাস এর স্বাক্ষরিত পরিপত্রে উল্লেখ্য আছে পরীক্ষা সংশ্লিষ্ট কাজের সময় পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থী ও পরীক্ষা সংশ্লিষ্ট ব্যাক্তিবর্গ ব্যাতীত অন্যদের প্রবেশ সম্পূর্ণরুপে নিষেধ। এক্ষেত্রে প্রিন্ট এবং ইল্কেট্রনিক মিডিয়ার সাংবাদিকদের প্রবেশ নিষেধ আছে বলে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।  


রাজশাহী জেলাশহরসহ বিভিন্ন উপজেলায় সংবাদ সংগ্রহকালে শিক্ষা মন্ত্রনালয়ের পরিপত্রের বাস্তবচিত্র গুলো প্রকাশ পায় । পরীক্ষার কেন্দ্রে সাংবাদিকদের অনুপ্রবেশ একটি সত্য প্রকাশে নিরব বাধাঁ প্রদানের অংশ। “শিক্ষা জাতির মেরুদন্ড” তবে সু-শিক্ষা বা সঠিক ব্যবস্থাপনায় পরীক্ষা নেয়া প্রকাশ করাটায় তার সত্যতার প্রমান। 

জেলার ৯টি উপজেলার পরীক্ষা কেন্দ্রের কারিগরি ও এফতেদায়ি পরীক্ষার ব্যবস্থাপনা নিয়ে অনেক অভিযোগ থাকলেও চারঘাট উপজেলার ডাকরা বহুমূখী উচ্চ বিদ্যালয়, হাবিবপুর আলিম মাদ্রাসা, ওমরগাড়ী দারুল খায়ের ফাযিল মাদ্রারাসা এবং জোতকার্তিক বি.এন উচ্চ বিদ্যালয়ে নকলের প্রবণতা গুঞ্জন চলমান রয়েছে। 

এবিষয়ে স্থানীয় শিক্ষিত সচেতন ব্যাক্তিদের সাথে কথা বলে জানাযায়, সাংবাদিকরা সত্য ঘটনার উন্মোচন করবে যার মাধ্যমে সকল শ্রেনীর মানুষ সচেতন হবে। অন্যথায় মিথ্যার প্রাচির ক্রমশয় বৃদ্ধিপাবে। বর্তমান সময়ে কারিগির ও মাদ্রসার পরীক্ষার্থীদের বেশির ভাগ ছাত্র-ছাত্রী বয়স্ক। যারা শুধু সনদ অর্জেন কারনে এসএসসি সমমানের পরীক্ষায় অংশ গ্রহন করে। 

বর্তমান সরকার কারিগরি শিক্ষার্থীদের চাকুরীসহ নানা সুযোগ সুবিধার ব্যবস্থাপনা করেছেন। কিন্ত কারিগরি ও এফতেদায়ি পরীক্ষার্থীদের বাস্তবতা প্রকাশ পাচ্ছে না। তাদের সনদ আছে কিন্ত পড়ালেখার বাস্তব রুপ রেখা ভিন্ন। বিভিন্ন পরীক্ষায় পাশ করার জন্য অন্যের উপর নির্ভরশীল হতে হচ্ছে। পরীক্ষা কেন্দ্রের ঘটমান চিত্র প্রকাশ হলেই তাদের লেখা পড়ার মান সমতা আসবে তা সাংবাদিকদের লিখনির মাধ্যমে। তবে পরীক্ষা কেন্দ্রের সচিবরা মুঠোফনে জানান, সুষ্ঠু ও নকল মুক্ত পরিবেশে পরীক্ষা চলমান আছে। চারঘাট উপজেলার ৯টি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করা হয়েছে কোথাও কোন ধরনের অনিয়ম দেখা যায়নি। সর্বাপরি সুন্দর পরিবেশে এসএসসি, কারিগরি ও দাখিল পরক্ষি অনুষ্ঠিত হচ্ছে বলে জানান, নিবার্হী অফিসার মুহাম্মদ নাজমুল হক। 

পরীক্ষা কেন্দ্রের তথ্য ও চিত্র সংগ্রহের বিষয়ে এডিসি জেনারেল মোঃ শরিফুল হক এই পত্রিকার প্রতিনিধিকে জানান, পরীক্ষা শরুর পূর্বে একটি আলোচনা হয়েছে তাতে উল্লেখ্য আছে সংশ্লিষ্ট ছাড়া অন্যদের প্রবেশ নিষেধ। এডিসি শিক্ষা কামরুজ্জামান বলেন, পরীক্ষার কেন্দ্রে সাংবাদিকদের তথ্য ও চিত্র সংগ্রহ করা নিষেধ হিসাবে আলোচনায় গৃহিত হয়েছে।      

Post Top Ad

Responsive Ads Here