নাটোরে ভূয়া মুক্তিযোদ্ধার সনদে পুলিশে চাকরি,৫ কনস্টেবলের কারাদণ্ড - সময় সংবাদ | Popular Bangla News Portal

শিরোনাম

Tuesday, February 25, 2020

নাটোরে ভূয়া মুক্তিযোদ্ধার সনদে পুলিশে চাকরি,৫ কনস্টেবলের কারাদণ্ড


আবু মুসা ,নাটোরঃ  
ভুয়া মুক্তিযোদ্ধার সার্টিফিকেট দিয়ে পুলিশের চাকরি নেওয়ার অপরাধে নাটোরে পাঁচ পুলিশ সদস্যকে আড়াই বছর কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা করে জরিমানা করেছেন আদালত।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকাল ৩টার দিকে নাটোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. খোরশেদ আলম এই আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলো- লালপুর উপজেলার বিলমাড়িয়া এলাকার জামাল হোসেনের ছেলে সাজেদুর রহমান, একই এলাকার কাউছার ওরফে বেলুর ছেলে জোবায়ের হোসেন ওরফে পলাশ, নলডাঙ্গা উপজেলার কাটুয়াগাড়ী এলাকার বাবুল মোল্লার ছেলে সাইদুর রহমান, একই এলাকার হাবিবুর রহমানের ছেলে আমির আলী এবং গুরুদাসপুর উপজেলার হাঁসমারি গ্রামের মৃত মজিদ মন্ডলের ছেলে রফিকুল ইসলাম।

নাটোর আদালতের অ্যাডভোকেট সিরাজুল ইসলাম জানান, আসামিরা ২০১১ সালে মুক্তিযোদ্ধা কোটায় পুলিশ সদস্য হিসেবে নিয়োগ পায়। পরবর্তীতে মুক্তিযোদ্ধার সার্টিফিকেট যাচাই-বাছাইয়ে নিয়োগপ্রাপ্ত পাঁচ পুলিশ সদস্যের সাটিফিকেট ভুয়া হিসেবে তদন্তে বেরিয়ে আসে। এরপর ২০১২ সালে নাটোর পুলিশ লাইন্সের আরআই ওয়ান মামুনুর রশিদ বাদী ওই পাঁচ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মামলায় দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে বিচারক মঙ্গলবার বিকালে তাদের প্রত্যেককে আড়াই বছর করে কারাদণ্ড প্রদান করেন। এ সময় পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডের আদেশ দেন।

No comments: