সদরপুরে অটোবাইক বন্ধ করে সড়ক অবরোধ করে যাত্রীদের ভোগান্তি - সময় সংবাদ | Popular Bangla News Portal

শিরোনাম

Tuesday, February 25, 2020

সদরপুরে অটোবাইক বন্ধ করে সড়ক অবরোধ করে যাত্রীদের ভোগান্তি


ফাইল ছবি


সদরপুর প্রতিনিধি :
ফরিদপুরের সদরপুর উপজেলা সদরের বিভিন্ন সড়কে গতকাল মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত অটোবাইক, মাহিন্দ্রা, সিএনজি চলাচল বন্ধ করে সড়ক অবরোধ করে।  ফলে, এস এস সি পরীক্ষার্থী ও সাধারন যাত্রীরা  গুড়ি গুড়ি বৃষ্টিতে ভিজে  ভোগান্তির শিকার হয়।  


এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকার্তা পূরবী গোলদারের সাথে কথা হলে তিনি জানায়,  উপজেলা সদরের যানজট নিরশনের জন্য সম্প্রতি স্থানীয় সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন অটোবাইক, মাহিন্দ্র, সিএনজি রাখার নির্দিষ্ট দু’টি স্ট্যান্ড করে দেন ।  চালকরা উক্ত স্ট্যান্ডে না গিয়ে সড়কে যানজট সৃষ্টি করে যাত্রী উঠা নামা করায় সাধারন জনগন ভোগান্তির শিকার হয়। অবৈধ যানবাহন চলাচল করায় যানজট সৃষ্টি হয়। তাদের একাধিক বার সতর্ক করা হলেও তারা নিষেধ অমান্য করায় যানজট নিরশনের জন্য উপজেলা প্রশাসন থেকে মোবাইল কোর্ট এর মাধ্যমে কিছু তিন চাকার ব্যাটারি চালিত ইজিবাইক আটক করা হয়।  আটকের কারনে কিছু অসাধু চালকের যোগসাজকে গতকাল সকাল থেকে আটোবাইক সদরের চলাচল বন্ধ করে দেয় বলে আমি খবর পেলে তাৎখনিক পুলিশের সহযোগীতায় যান চলাচল স্বাভাকি করে দেয়া হয়।

No comments: