সিআইডি’র রাজশাহী বিভাগীয় ফরেনসিক ল্যাবের উদ্বোধন করেন- আইজিপি - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, ফেব্রুয়ারী ০৩, ২০২০

সিআইডি’র রাজশাহী বিভাগীয় ফরেনসিক ল্যাবের উদ্বোধন করেন- আইজিপি


ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী প্রতিনিধি:

বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বিপিএম (বার) পুলিশ লাইন্স, আরএমপিতে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদ পুলিশ সদস্যদের গণকবর ও স্মৃতিস্তম্ভের ভিত্তি প্রস্তর স্থাপন করেন এবং সিআইডি’র রাজশাহী বিভাগীয় ফরেনসিক ল্যাবের উদ্বোধন করেন। 

উদ্বোধন শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদ পুলিশ সদস্য, ৭১-এ শহীদ বীর মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত এবং রাজশাহীবাসীর কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়। 

আরএমপি পুলিশ লাইন্স মাঠে রাজশাহী’র সকল পুলিশ ইউনিটের সমন্বয়ে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বিপিএম (বার) মহোদয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অফিসার ফোর্সদের বিভিন্ন আবেদন নিবেদন শোনেন এবং দ্রæত বাস্তবায়নের প্রতিশ্রæতি প্রদান করে।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরএমপি’র পুলিশ কমিশনার জনাব মোঃ হুমায়ুন কবির বিপিএম, পিপিএম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিআইডি’র প্রধান জনাব চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বিপিএম, পিপিএম ও রাজশাহী রেঞ্জ ডিআইজি জনাব এ কে এম হাফিজ আক্তার, বিপিএম (বার) সহ অন্যান্য পুলিশ কর্মকর্তাগণ। গোলাম রুহুল কুদ্দুস অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। 

Post Top Ad

Responsive Ads Here