![]() |
সালথায় খাল থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার |
সালথা প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের পুরুরা খাল থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের (বয়স আনুমানিক ৪৫) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুর ১২টার দিকে খালের পানিতে লাশটি ভেসে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে শ্রমিকেরা খালে পাটের আশ ছাড়ানোর কাজ করছিলেন। এ সময় পানিতে ভাসমান অবস্থায় একটি অর্ধগলিত লাশ দেখতে পেয়ে তারা চিৎকার শুরু করেন। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে সালথা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
লাশের পরনে ছিল শুধু একটি লুঙ্গি। শরীরের অধিকাংশ অংশে পচন ধরেছে এবং পোকায় ক্ষতবিক্ষত হয়ে গেছে। এতে মৃত্যুর সময় ও কারণ তাৎক্ষণিকভাবে নির্ণয় করা সম্ভব হয়নি।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, “লাশটি এতটাই বিকৃত হয়ে গেছে যে, পরিচয় শনাক্ত করা যাচ্ছে না। ধারণা করছি, এটি অন্য কোথাও থেকে পানির স্রোতে ভেসে এসেছে। আমরা পরিচয় শনাক্তে কাজ করছি।”
তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ইতোমধ্যে আশপাশের থানাগুলোকেও জানানো হয়েছে কেউ নিখোঁজ রয়েছে কিনা।
এদিকে এ ঘটনা ঘিরে এলাকাবাসীর মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।