গণঅভ্যুত্থানে অর্জিত বিজয়কে সমুন্নত রাখতে হবে - ভিপি সামসুদ্দিন মিয়া ঝুনু - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, আগস্ট ০৫, ২০২৫

গণঅভ্যুত্থানে অর্জিত বিজয়কে সমুন্নত রাখতে হবে - ভিপি সামসুদ্দিন মিয়া ঝুনু

গণঅভ্যুত্থানে অর্জিত বিজয়কে সমুন্নত রাখতে হবে - ভিপি সামসুদ্দিন মিয়া ঝুনু
গণঅভ্যুত্থানে অর্জিত বিজয়কে সমুন্নত রাখতে হবে - ভিপি সামসুদ্দিন মিয়া ঝুনু



বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:

বিএনপি প্রতিশ্রুতি দিয়েছে, দেশের জনগণের ভোটাধিকার নিশ্চিত করবে। যতক্ষণ পর্যন্ত আমরা জনগণের অধিকার আদায় করতে না পারবো, ততক্ষণ রাজপথ ছাড়বো না। দীর্ঘ ১৭ বছর গুম, খুন, হত্যা, নির্যাতন, নিপীড়ন, জেল-জুলুম, হামলা-মামলা সহ্য করে জনগণের কথা বলেছে বিএনপি। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত বিজয়কে আমরা সমুন্নত রাখতে চাই।


সকলে ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচার মুক্ত, সন্ত্রাস মুক্ত, ঘুষ-দুর্নীতি চাঁদাবাজ মুক্ত সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মাণে আসুন আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করি।


৫ আগস্ট স্বৈরাচার মুক্ত দিবসে বিজয় র‌্যালী শেষে পথসভায় এসব কথা বলেন ফরিদপুর ১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক ভিপি সামসুদ্দিন মিয়া ঝুনু।


মঙ্গলবার ৫ আগস্ট স্বৈরাচার মুক্ত দিবস উপলক্ষে ফরিদপুর ১ আসনের বোয়ালমারী, আলফাডাঙ্গা ও মধুখালীতে স্থানীয় বিএনপির আয়োজনে বর্ণাঢ্য বিজয় র‌্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়। তিনটি উপজেলায় বিএনপির কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর ১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক ভিপি সামসুদ্দিন মিয়া ঝুনু।


হাজার হাজার বিএনপি নেতাকর্মী ও সমর্থক স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করে স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলে পৃথক তিনটি বিজয় র‌্যালী।


বোয়ালমারী উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব নাজিম উদ্দিন মিয়া মিলুর সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন-বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান বাবু,কেন্দ্রীয় কৃষকদলের সদস্য আমিনুল ইসলাম,বিএনপি নেতা জাহাঙ্গীর আলম মুকুল,মফিজুর কাদের খান মিল্টন,সাবেক কাউন্সিলর মো. ফরিদ হোসেন,শেখ আতিকুল আলী,শেখ আজিজুল হক,উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব জাকির হোসেন চৌধুরী।


মধুখালী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কাশেম আবুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন-উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সৈয়দ মাসুদ হাসান,হামিদুর জামান প্রিন্স,মধুখালী সরকারি আইনুদ্দিন কলেজের সাবেক ভিপি, জিএস বিপ্লব মোল্যা,উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য গোলাম রাব্বানী পুলিন,কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সদস্য এটিম সাইফুজ্জামান,পৌর সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য এসএম কামাল,সরকারি আইনুদ্দিন কলেজের ছাত্রদলের সাবেক সভাপতি জাফর ইকবাল,জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মহিম।


আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খোশবুর রহমান খোকনের সভাপতিত্বে পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. হেমায়েত হোসেন,উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক ডা. আব্দুল আজিজ,পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ মো. নজরুল ইসলাম,উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সদস্য সচিব কামরুল ইসলাম দাউদ সহ প্রমূখ।



Post Top Ad

Responsive Ads Here