গৃহবধূকে পিটিয়ে মারল শ্বশুরবাড়ির লোকজন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, ফেব্রুয়ারী ০৪, ২০২০

গৃহবধূকে পিটিয়ে মারল শ্বশুরবাড়ির লোকজন

ফাইল ছবি

SS D/NAZনওগাঁর নিয়ামতপুরে চাল নিয়ে দ্বন্দ্বের জেরে নারগিস বেগম নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগে পাওয়া গেছে। ঘটনার পর থেকে শ্বশুরবাড়ির লোকজন পলাতক।


মঙ্গলবার সকালে এ ঘটনায় শ্বশুরবাড়ির ছয়জনের বিরুদ্ধে থানায় মামলা করেন নিহতের ভাই শহিদুল ইসলাম। এর আগে উপজেলার সন্তোষপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নারগিস একই গ্রামের আলীম উদ্দিনের স্ত্রী।

নিয়ামতপুর থানার ওসি আবুল কালাম আজাদ জানান, শনিবার সকালে চাল দেয়া নিয়ে শাশুড়ির সঙ্গে নারগিসের ঝগড়া হয়। এ ঘটনাকে কেন্দ্র করে ওই রাতে তাকে এলোপাতাড়ি পেটান ননদের জামাই ও দেবররা। এ সময় স্ত্রীকে বাঁচাতে গেলে স্বামী আলীমকেও তারা মারধর করেন তারা। পরে বাড়ির লোকজন তাদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। নার্গিসের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) পাঠান চিকিৎসকরা। সেখান থেকে সোমবার সকালে বাড়ি আনার পথে তিনি মারা যান।

ওসি আরো জানান, মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। ঘটনার পর থেকে সবাই পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

Post Top Ad

Responsive Ads Here