চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় ১ জনের যাবজ্জীবন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, মার্চ ০৫, ২০২০

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় ১ জনের যাবজ্জীবন


জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় ১ জনের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড, ১ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। আজ বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ শওকত আলী একমাত্র আসামীর উপস্থিতিতে এ রায় প্রদান করেন। 


দ-প্রাপ্ত ব্যক্তি হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর হাকিমপুর গ্রামের মোঃ আলম (৪৫)।

অতিরিক্ত সরকারি কৌশুলী আঞ্জুমান আরা জানান, ২০১৭ সালের ২৭ নভেম্বর র‌্যাবের একটি দল চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর  মোন্নাপাড়ার জনৈক তরিকুল ইসলামের আমবাগানে অভিযান চালিয়ে ১ কেজি ৫৮ গ্রাম হেরোইনসহ তাকে আটক করে। এ ঘটনায় র‌্যাবের উপ-পুলিশপরিদর্শক মোঃ মোশতাকিম বাদি হয়ে আলমকে আসামী করে নবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করেন। পরে, মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক আমিনুল ইসলাম ২০১৮ সালের ৬ ফেব্রুয়ারী উক্ত ব্যক্তিকে আসামী করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। 
সাক্ষ্য প্রমাণাদী শেষে আদালতের বিচারক আলমকে দোষী সাব্যস্ত করে উপরোক্ত রায়ে দন্ডিত করেন। 

Post Top Ad

Responsive Ads Here