একই পরিবারের তিন জন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় রাজধানীর মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটি লকডাউন করে দিয়েছে পুলিশ।
রোববার সেখানকার একটি ১৬ তলা ভবনে করোনা রোগী শনাক্ত হয়। এছাড়াও মোহাম্মদপুর এলাকার রাজিয়া সুলতানা রোডের পর নূরজাহান রোডও লকডাউন ঘোষণা করা হয়েছে।
রাতে আদাবর থানার ওসি ফারুক মোল্লা বলেন, আইইডিসিআর’র দেয়া তথ্য মতে জাপান গার্ডেন সিটি লকডাউন করা হয়। এর আগে সিটির একটি বাসা থেকে আইইডিসিআরকে ফোন করা হয়। পরে তারা এসে তিনজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করেন। তিনজনই একই পরিবারের সদস্য।
আক্রান্তদের মধ্যে একজন ওই ফ্ল্যাটের ৪৫ বছর বয়সী গৃহকর্ত্রী, তার গৃহকর্মী ও ড্রাইভার।
স্থানীয়রা জানান, জাপান গার্ডেনের প্রবেশপথে পুলিশি পাহারা বসানো হয়েছে। বাঁশ দিয়ে ব্যারিকেড তৈরি করা হয়েছে। একই সঙ্গে মাইকিং করা হচ্ছে এর আশেপাশে যেন কেউ না আসেন। বাইরে থেকে কেউ প্রবেশ বা ভেতর থেকে কেউ যেন বাইরে না যেতে পারেন সে বিষয়টিও পুলিশ দেখভাল করছে।
দেশে এখন পর্যন্ত দুই হাজার ৪৫৬ জন প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৯১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন ৭৫ জন।
সময়/রাজ/ঢাকা