চট্টগ্রামে আরো সাতজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে ৫৩ জন হলো।
রোববার রাতে বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি। আক্রান্তদের একজন নগরীর দামপাড়ার বাসিন্দা ও একই পরিবারের ছয়জনের বাড়ি সাতকানিয়া উপজেলায়।
সিভিল সার্জন ফজলে রাব্বি বলেন, রোববার চট্টগ্রামে ১০১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে ১০ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। এর মধ্যে সাতজন চট্টগ্রামের ও তিনজন লক্ষ্মীপুরের বাসিন্দা।
চট্টগ্রামে করোনা শনাক্তকরণের কিট আসার পর এ পর্যন্ত দুই হাজার ৫৪২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে ৯৪ জনের করোনা পজিটিভ এসেছে। এর মধ্যে ৫৩ জন চট্টগ্রামের, ৩২ জন লক্ষ্মীপুরের, চারজন নোয়াখালীর, তিনজন বান্দরবানের ও দুইজন ফেনীর বাসিন্দা।
সময়/দেশ/নাজ