স্ত্রী-সন্তানদের কান্না শুনেও আসেনি স্বজনরা, সিঁড়িতেই পড়ে ছিল মরদেহ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, এপ্রিল ২৬, ২০২০

স্ত্রী-সন্তানদের কান্না শুনেও আসেনি স্বজনরা, সিঁড়িতেই পড়ে ছিল মরদেহ

সিঁড়িতেই পড়েছিল মরদেহ


নারায়ণগঞ্জে জ্বর-সর্দিতে নিজ বাড়ির সিঁড়িতেই মারা যান এক ব্যবসায়ী। এরপরই শুরু হয় স্ত্রী-সন্তানদের কান্না। কিন্তু তাদের কান্না শুনেও মরদেহ ছুঁয়ে দেখতে আসেনি স্বজন ও প্রতিবেশীরা।


রোববার দুপুরে পৌরশহরের গলাচিপা এলাকায় এ ঘটনা ঘটে। মৃত ওই ব্যবসায়ী কালীরবাজারে একটি কনফেকশনারির মালিক ছিলেন। তিনিসহ সাত বন্ধু মিলে একটি সাততলা ভবন তৈরি করেন। সেখানেই স্ত্রী ও ছোট দুই মেয়ে নিয়ে থাকতেন।

স্থানীয়রা জানায়, ওই ব্যবসায়ীর শারীরিক অবস্থা খারাপ হলে হাসপাতালে নিতে আশপাশের বাসায় বন্ধুদের ও আত্মীয়স্বজনদের ডাকেন স্ত্রী ও দুই মেয়ে। কিন্তু কেউ আসেনি। পরে তারাই হাসপাতালে নিতে নামানোর চেষ্টা করেন। তবে নামানোর পথে সিঁড়িতেই তিনি মারা যান। এরপরও কেউ এগিয়ে এলেন না। পরে কোনো উপায় না দেখে কাউন্সিলর খোরশেদকে খবর দেয়া হয়।

কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, সকালে করোনা পজিটিভ এক নারীর দাফন করছিলাম। এর মধ্যেই ফোনে জানতে পারি ওই ব্যবসায়ী মারা যান।

তিনি আরো বলেন, ওই ভবনের তিন এবং চারতলার মাঝামাঝি সিঁড়িতে ওই ব্যবসায়ীর মরদেহ পড়ে ছিল। পরে তার সৎকারের ব্যবস্থা করা হয়।



সময়/জেলা/নাজ

Post Top Ad

Responsive Ads Here